গোবিন্দগঞ্জে ৫ সাংবাদিককে মারপিট করে


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ / ২৬৭
গোবিন্দগঞ্জে ৫ সাংবাদিককে মারপিট করে

হত্যার চেষ্টার মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

 মহিমাগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী ইদগাঁহ মাঠ আলিম সিনিয়র মাদ্রাসায় অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে কথিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনহাজ গংদের সন্ত্রাসী হামলায় কর্তব্যরত ৫ সাংবাদিককে মারপিট করে হত্যার চেষ্টার প্রতিবাদে দ্রুত আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ চারমাথা থানা মোড়ে গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জীবুর সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহাম্মেদ, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা

 শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দ,গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি  ডিপটি প্রধান,গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আনন্দ টি়ভির প্রতিনিধি উজ্জল 

হক প্রধান,রিপোর্টাস ফোরামের সাধারন সম্পাদক তারাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান,সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু,মাইটিভি উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু,সকালের সময় উপজেলা প্রতিনিধি শাহিন আলম,সুমন সরকার,জোবাদুর রহমান সাগর,ফরহাদ হোসেন ফিটুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তরা,অবিলম্বে ৫ সাংবাদিককে মারপিট করে হত্যার চেষ্টার মামলার আসামীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটামদেন, অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষনা করবেন বলে জানান।

এবিএস লিটন