ফুলছড়িতে বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ / ৯৮
ফুলছড়িতে বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়িতে বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হাদী, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, ফ্রেন্ডশিপ গাইবান্ধার আঞ্চলিক সমন্বয়ক ইউনুস আলী, ক্রাইমেট একশন সেক্টরের আঞ্চলিক ব্যবস্থাপক মোশরেফুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক দিবাকর বিশ্বাস, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু. বন্যা স্বেচ্ছাসেবক আব্দুস সালাম প্রমূখ।