উপজেলা নির্বাচন শতভাগ নিরপেক্ষ করা হবে-ইসি রাশেদা


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ / ৭৪
উপজেলা নির্বাচন শতভাগ নিরপেক্ষ করা হবে-ইসি রাশেদা

প্রতিনিধি গাইবান্ধা:
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু করা হবে। আর ভোটারদের উপস্থিতি বাড়াতে নির্বাচনে প্রার্থীদের কাজ করতে হবে। গতকাল গাইবান্ধায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। রোববার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। মতবিনিময় সভায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের প্রার্থীরা অংশ নেন।
সভায় অন্যান্যদের বক্তব্য দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, রংপুর বিভাগের পুলিশ প্রধান উপ মহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন, পুলিশ সুপার মো. কামাল হোসেন, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ নেয়া হবে। প্রার্থীদের নির্বাচন বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফ‚র্ত উপস্থিতি নিশ্চিত করার আহŸান জানান তিনি।