গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবস পালিত


প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৪, ৯:৩৮ পূর্বাহ্ণ / ২২৭
গাইবান্ধায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রতিনিধি, গাইবান্ধা
‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’-এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে স্বাধীনতা প্র্ঙ্গান থেকে বর্ণাঢ্য র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপ-পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ, সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, সমাজসেবা অফিসার মিজানুর রহমান মল্লিক, জিইউকে প্রতিনিধি আফতাব হোসেন, এসকেএস প্রতিনিধি আশরাফ আলীসহ ইউনিয়ন সমাজ কর্মী, প্রতিবন্ধী ও বিধবাভাতা ভোগী সদস্যরা।
পরে শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারিদের সম্মাননা প্রদান, সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী আইডি কার্ড, দারিদ্যমুক্ত ক্ষুদ্র ঋণ ও পুরস্কার বিতরণ করা হয়।