গাইবান্ধা শহরে ঈদ কেনাকাটা জমলেও উপজেলার মার্কেটে ক্রেতা কম


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ / ১১৫
গাইবান্ধা শহরে ঈদ কেনাকাটা জমলেও  উপজেলার মার্কেটে ক্রেতা কম


প্রতিনিধি গাইবান্ধা:
গাইবান্ধায় ঈদের কেনাকাটা জমে উঠছেে মাঝ রোজা থকে। জেলা শহররে দোকানপাঠে ক্রয়-বক্রিয় জমে উঠলেও উপজলো র্পযায়রে দোকানপাঠে তেমন জমে ওঠেনি। এতদকে এবাররে ঈদ সামগ্রীর মূল্য বেশি নিয়ে অসন্তোষ রয়েছে বেশিরভাগ ক্রেতার। গাইবান্ধা শহরে ভিড়ে ঠাসা স্টেশন রোডের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে আশা ক্রেতার। পছন্দের পোষাক-প্রসাধনী ও জুতো কেনাকাটায় এক মার্কেট থেকে অন্য মার্কেটে ছুটছে ক্রেতারা। ফুটপাতগুলোতেও দেদারসে চলছে কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই বেচাকেনায় খুশি শহরের ব্যবসায়ীরা। তবে অনেকটাই হতাশ উপজলো র্পযায়রে বিক্রেতারা
জেলা শহরের তরফদার ম্যানসন, সালিমার সুপার মার্কেট, ইসলাম প্লাজা, পৌর সুপার মার্কেটসহ পার্করোড, স্টেশন রোড, কাচারি বাজারে জনসাধারনের উপস্থিতি চোখে পড়ার মতো। উৎসবের আগেই সেই উপস্থিতি বা ভীড় বলে দিচ্ছে উৎসবের আগমন সন্নিকটে। গা্হইবান্ধা শহরের রানী কর্নারের মালিক রাশেদ হাসান জানান বেশ ভালোই বিক্রি হচ্ছে। তবে শেষের দিকে এই বিক্রির পরিমান আরো বাড়বে বলে তিনি আশা করছনে। এদিকে, সাঘাটা বাজারের আলিফ বস্ত্রলায়ের মালিক জাহ্ঙ্গাীর কবির জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী গ্রাহক পাচ্ছি না, প্রতিটি দোকানে জামাকাপড় নিয়ে বসে আছে কিন্তু ক্রেতা অনকে কম। তবে তিনি আশা করছেন ঈদরে ছুটিতে লোকজন এলাকায় আসলে বিক্রি বাড়বে। এই বাজারের -ব্যবসায়ী রানা সওদাগার জানান, এবাররে ঈদে লোকজন কনোকাটায় শহরমুখী হচ্ছে একারণে বিক্রি কিছুটা কম।