ফুলছড়িতে ঐতিহ্যবাহী পাতা খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৩, ২:৩৯ অপরাহ্ণ / ২৯৯
ফুলছড়িতে ঐতিহ্যবাহী পাতা খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ফুলছড়ি সংবাদদাতাঃ গাইবান্ধার ফুলছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া যুব সমাজের আয়োজনে গত রোববার বিকেলে ভান্ডারীর বাড়ির সামনে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও উদাখালী ইউপির চেয়ারম্যান প্রার্থী অনিক হাসান টিটু। উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মিয়া, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হইবর রহমান হবু, ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিক, ফারুকুল ইসলাম, মিলু মিয়া প্রমুখ।
পরে চূড়ান্ত খেলায় প্রথম স্থান অধিকারীকে একটি খাসি, দ্বিতীয় স্থান অধিকারীকে একটি এলইডি টিভি ও তৃতীয় স্থন অধিকারীকে একটি মোবাইল ফোন পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অনিক হাসান টিটু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
৫ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ পাতা খেলায় মোট ১০টি দল অংশগ্রহণ করে। এলাকার বিনোদন প্রেমি হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে।