চরাঞ্চল কেন্দ্রীক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে-এমপি রিপন


প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৪, ২:২৫ অপরাহ্ণ / ১০৭
চরাঞ্চল কেন্দ্রীক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে-এমপি রিপন


প্রতিনিধি, গাইবান্ধা:
গাইবান্ধার বালাসীঘাট-বাহাদুরাবাদের ব্রহ্মপুত্র নদীর তলদেশে টানেল নির্মান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন ও চরাঞ্চল কেন্দ্রীক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে উত্তরাঞ্চলে স্মার্ট উন্নয়ন করা হবে বলে জানান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
গতকাল গাইবান্ধা শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র আয়োজিত ৫শতাধিক এতিম, প্রতিবন্ধী ও অসহায় নারী পুরুষের জন্য মাসব্যাপী ্ইফতার ও রাতের খাবার আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরো উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে সারাদেশের সাথে সংযোগ করা হবে। ইতোমধ্যে পরিকল্পনা অনুযায়ী এসব কাজ বাস্তবায়ন শুরু হয়েছে। এসময় সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান এম. আবদুস্ সালামসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ ছিলেন।