গাইবান্ধায় তিন দিনব্যাপি শিশু সাংবাদিক কর্মশালা


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ণ / ২২২
গাইবান্ধায় তিন দিনব্যাপি শিশু সাংবাদিক কর্মশালা


গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় তিনদিন ব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা গতকাল বৃহ¯পতিবার থেকে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান।
জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে হ্যালোর জেলা তত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকর এর স¤পাদক কে এম রেজাউল হক, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক আফতাব হোসেন, বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ মেহেদী হাসান প্রমূখ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আফরিন মিম। তিন দিনের এই কর্মশালায় ২০ জন নবাগত শিশু সাংবাদিক অংশ নেয়ার সুযোগ পেয়েছে।