১০০ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৩, ১:২৯ অপরাহ্ণ / ১৯২
১০০ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারো পেছাল। এ নিয়ে প্রতিবেদন  ১০০তম বার পেছাল।

আজ সোমবার (৭ আগস্ট) র‍্যাবের পক্ষ থেকে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ধার্য ছিল।

আদালত আগামী ১১ সেপ্টেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম এই তারিখ ঠিক করেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। তিনি বলেন, র‍্যাবের পক্ষ থেকে কোনো অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া হয়নি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন সাগর। মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।