সাদুল্লাপুরে ঈদ উপহার পেয়ে খুশি দুস্থরা


প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ / ৫৭
সাদুল্লাপুরে ঈদ উপহার পেয়ে খুশি দুস্থরা


সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুস্থ মানুষদের ঈদ উপহার হিসেবে তাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ঈদের আগে এসব বস্ত্র পেয়ে দেড় হাজার অসহায়ের মুখে ফুটেছে হাসির ঝিলিক। শনিবার দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে ছিন্নমূল মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ করেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম বাবলা। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য দুস্থ অসহায় মানুষ এ সুবিধা গ্রহণ করেন। সুবিধাভোগি খুকি মাই বেওয়া জানান, অনেক আগে স্বামী মারা গেছে তার। সহায় সম্বল কিছুই নেই। অন্যের দুয়ারে হাত পেতে জীবিকা নির্বাহ করেন। এবার ঈদ উপলক্ষে নতুন শাড়ি পেয়ে খুবই খুশি। শহিদুল ইসলাম বাবলার যেন আল্লাহ মনের আশা পূরণ করেন, এই কামনা করেন বৃদ্ধা খুকি মাই । এ বিষয়ে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম বাবলা বলেন, ধর্মীয় উৎসব ছাড়াও বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এরই ধারবাহিকতায় অব্যাহত রেখে ঈদুল ফিতর উপলক্ষে ওইসব মানুষদের সহযোগীতার করছি।