প্রকাশিত খবরের বিরুদ্ধে প্রতিবাদ


প্রকাশের সময় : জানুয়ারি ১৮, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ণ / ১৫৯
প্রকাশিত খবরের বিরুদ্ধে প্রতিবাদ

আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর পলাশবাড়ী শাখার অধীন সাদুল্লাপুর আউটলেটের বিরুদ্ধে গত ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে ঢাকা থেকে প্রকাশিত অনলাইন বাংলা ট্রিবিউন পত্রিকায় “কৃষকের গম-ভুট্টা চাষের টাকা গেলো ব্যবসায়ীর পকেটে” শিরোনামে প্রকাশিত খবরটি আমার দৃষ্টি গোচর হয়েছে। আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর পলাশবাড়ী শাখার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে ঈর্ষান্বিত হয়ে সংবাদকর্মীকে মিথ্যা তথ্য প্রদান করে খবর প্রকাশে সহায়তা করেছে। যে বিষয়ের আলোকে খবর প্রকাশ হয়েছে তা সবই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত ব্যাংকের সুনাম হেয় প্রতিপন্ন করার শামিল। প্রকৃত পক্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-এর গাইবান্ধা জেলার পলাশবাড়ী শাখার ব্যবস্থাপকের সার্বিক তত্বাবধানে ব্যাংকের কর্মকর্তাগণ সরেজমিনে যাচাই করে দেখা যায় যে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে প্রান্তিক চাষীদের গম-ভুট্টা চাষের জন্য যে তহবিল বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়। তা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ও নিয়মনীতি মেনে যারা গম-ভুট্টা চাষের সাথে সরাসরি সম্পৃক্ত সেই সব প্রান্তিক চাষীদের মধ্যেই বিনিয়োগ বিতরণ করা হয়। এ ব্যাপারে ব্যাংকের কর্মকর্তাগণ বিনিয়োগ গ্রহণকারীদের সাথে সাক্ষাত ও পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন। তাই উক্ত প্রকাশিত খবরের আমি জোড় ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মো. কামরুল আহসান
শাখা ব্যবস্থাপক
পলাশবাড়ী শাখা, গাইবান্ধা।