পলাশবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছামুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী পালিত


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ / ১৫৬
পলাশবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছামুজিব-এর ৯৩তম জন্মবার্ষিকী পালিত

পলাশবাড়ী সংবাদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯৩তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা, দো’আ ও প্রকৃতিতে পুষ্পাল্য অর্পন করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব-এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহনাজ পারভীন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) ছাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারি ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী উপ¯ি’ত ছিলেন। এরপর উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে ¯’ানীয় নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এবং তাঁদের পরিবারের শাহাদত বরণকারী সদস্য ছাড়াও সকল শহীদের আত্মার মাাগফেরাত কামনা করে দো’আ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাও. মোস্তাফিজুর রহমান রাজা।