প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুপার জনাব কামাল হোসেন মহোদয়ের দিক নির্দেশনায় গাইবান্ধা সদর থানা পুলিশ গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, ১৯ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এসআই আব্দুর রহমান স্ঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানাধীন ০৮নং বোয়ালী ইউনিয়নের নশরতপুর (ইন্দ্রারপাড়) গ্রামস্থ জনৈক সালাম মুন্সির বাড়ীর পূর্ব পার্শ্বে গাইবান্ধা হতে বোনারপাড়াগামী পাকা রাস্তার উপর দুপুর ১২.৩০ ঘটিকায় প্রাপ্ত তথ্যমতে আগত অটো বাইক গাড়ীটি থামানোর চেস্টাকালে গাড়ীটি না থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এসআই মোঃ আব্দুর রহমান সঙ্গীয় কং/৫৯৯ মোঃ হামিদুল ইসলামের সহায়তায় উক্ত অটো বাইকটি আটক করেন। আসামী ১. মোঃ নয়ন(৪৫) পিতা-মোঃ নুরুজ্জামান মাতা-মোছাঃ সুফিয়া বেগম, থানা-নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম। ২. মোঃ হাফিজুর রহমান(৩৮) পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-মৃত রহিমা বেগম থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা। ৩. মোঃ জাহিদুল ইসলাম(৩৬) পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মোছাঃ তাহমিনা বেগম, থানা- নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম গন পালানোর চেষ্টাকালে তাদেরকেও আটক করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামীদের দেহ ও উক্ত অটো বাইকটি তল্লাশীকালে চালকের সিটের নিচে রক্ষিত সাদা পলিথিন এবং খাকী রংয়ের কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ০২ (দুই) পোটলায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করেন। আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা নং-১০, তাং-০৯/১০/২০২৩, ধারা-৩৬(১) সারনীর ১৯(গ)/৪১/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে
আপনার মতামত লিখুন :