সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির যাতায়তের রাস্তা নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । জানা গেছে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালির খামার গ্রামের হোসেন আলীর পুত্র আয়নাল হক এর সঙ্গে একই গ্রামের মৃত গফুর উদ্দিনের পুত্র সুরুজ্জামানের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল । এর এক পর্যায়ে গত বুধবার বিকালে সুরুজ্জামানের লোকজন আয়নাল হকের বাড়ি যাতায়তের রাস্তা ঘিরা দিয়ে বন্ধ করে দিলে আয়নাল হকের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে । এতে দুলু মিয়া , শামছুআরা, রেদয়ান, সুরুজ্জামান , মহিজল আহত হয়। আহতদেরকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়।
আপনার মতামত লিখুন :