সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
“মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম শাহিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এম.ও.ডি.সি ডা. আবু বক্কর সিদ্দিক অনিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, শামসুল আলম, নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম রব্বানী, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাংবাদিক শাহজাহান সোহেল, ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম শাহিন বলেন, প্রতিবছরে পালিত হয়ে আসছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ বছরের ৭ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ১৩ জুন। এ উপলক্ষে সপ্তাহব্যাপী পুষ্টি বার্তা প্রদান, পুষ্টি খাবার বিতরণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শিরোনামঃ
সাদুল্লাপুরে পুষ্টি সপ্তাহের আলোচনা সভা
- Reporter Name
- Update Time : ০৪:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- ২৫৬ Time View
Tag :