সাঘাটা প্রতিনিধি:
গাইবান্ধার দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরেও কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে প্রশিকার দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির আওতায় সাঘাটা উপজেলার বোনারপাড়ার নিজস্ব কার্যালয় চত্বর থেকে শীতার্ত ৫শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী প্রধান অতিথি থেকে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-পরিচালক কামরুজ্জামান ছামাদ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসূচির উপ-পরিচালক ও বিভাগীয় প্রধান নুরুল ইসলাম রেনু, গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, গাইবান্ধা উন্নয়ন এলাকা ব্যবস্থাপক মোঃ রিপন খান, কালিরবাজার শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, বোনারপাড়া শাখা ব্যবস্থাপক মোশারফ হোসেন, বাদিয়াখালী শাখা ব্যবস্থাপক আলতাফ হোসেন, নাকাইহাট শাখা ব্যবস্থাপক সুজন আলী প্রমূখ।