রাণীশংকৈলে  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৩, ৫:২৮ অপরাহ্ণ / ৩৮
রাণীশংকৈলে  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বাধীনতার মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ১৫ আগষ্ট  জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  (১০ আগস্ট) সকালে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার (ইউএনও)শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য উপজেলার আশপাশ এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, কোরআন খতমের ব্যবস্থা নেয়াসহ যাবতীয় প্রস্তুতি নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহকে নির্দেশ প্রদান করা হয়।

প্রস্তুতি মূলক সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,পঃপঃ কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা আ.লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ উপজেলার সব সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করার জন্য একটি কমিটি গঠন করা হয় এবং প্রতিটি প্রতিষ্ঠানে শোক দিবসের ব্যানার টাঙ্গিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।