নাজমুল হোসেন,রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বাজারে নিয়ে যাওয়ার সময় নসিমন গাড়ি উল্টে নিহত হয়েছেন একজন ও এতে কয়েকটি গরুসহ গুরুত্ব আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নসিমন গাড়িতে করে গরু জেলার লাহিড়ী বাজারে নিয়ে যাওয়ার সময় উপজেলার বাঁচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার সিংগোর গ্রামের নজরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম।
আহতরা হলেন, রাণীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের মৃত কুসুমউদ্দীনের ছেলে আকবর আলি (৫৫) নন্দুয়ার গ্রামের হরেনের ছেলে ছতিশ(২৮) জওগাঁও গ্রামের মৃত বদরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (৩৮) হরিপুর উপজেলার ভেটনা গ্রামের শামশুল হকের ছেলে শরিফুল উরফে ফকির (৪৫)
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি গুলফামুল ইসলাম জানান, নসিমন গাড়িতে করে গরু জেলার লাহিড়ী বাজারে নিয়ে যাচ্ছিলেন। নন্দুয়ার ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকার রাস্তার উপর ধানের খড় বিছানো থাকায় সড়কের ভাঙাচোরা দেখতে না পেয়ে খড়ের উপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়ির চাকা ভাঙ্গা অংশে পড়লে গাড়িটি পাল্টি খেয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৫ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তরিকুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি আহত চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আপনার মতামত লিখুন :