পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এক বিদায়ী অভ্যর্থনা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে হাসান আজিজুর রহমান মিলনায়তনে পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি আলিউল ইসলাম বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) ছাইফুলার রহমান তোতা চৌধুরী, ইসলামী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এ্যাসিস্ট্যন্ট ম্যানেজার নুর হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী দীলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকাশ গোবিন্দ তালুকদার, সাইদুর রহমান, শিক্ষক আই.ম মিজানুর রহমান, এটিএম মিজানুর রহমান খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য প্রভাষক নবীউল ইসলাম। শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
আপনার মতামত লিখুন :