পলাশবাড়ী সংবাদদাতা ঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবীতে ভূক্তভোগী জমির মালিকদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ টাউন হলের সামনে পৌরশহরের গৃধারীপুর, নুনিয়াগাড়ী, জামালপুর, হরিণমারী ও বৈরী হরিণমারী মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ মানববন্ধনের আয়োজন করেন।
ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান, সাসেক হাটিকুমরুল-রংপুর মহাসড়ক উন্নিতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণে পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর, নুনিয়াগাড়ী, জামালপুর, হরিণমারী, বৈরী হরিণমারী মৌজায় ভূমি অধিগ্রহণে জমির বাস্তব মূল্যের চেয়ে আকাশ-পাতাল কম-বেশী দেখানো হয়েছে। সেইসাথে একই মৌজার জমির মূল্য দুই রকম করা হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত ভূক্তভোগী জমির মালিকরা জমির ন্যায্য মূল্যের দাবীতে এ মানববন্ধন করতে বাধ্য হয়েছে তারা জানান।
পলাশবাড়ী উপজেলা কর্তৃক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপ¯ি’ত থাকায় ওইসব ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ পূর্বক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ভূক্তভোগী ক্ষতিগ্রস্ত জমির মালিকরা পূণরায় তদন্ত সাপেক্ষে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নির্ধারণের জোড় দাবী জানান। এসময় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ভূক্তভোগী ক্ষতিগ্রস্ত জমির মালিকদের কথা শুনেন এবং আগামী রোববারের মধ্যে লিখিত আকারে আবেদন করার পরামর্শ দেন। তিনি আন্তরিকতার সাথে বিষয়টি দেখবেন বলে জমির মালিকদের আশ্বস্ত করেন।
শিরোনামঃ
পলাশবাড়ীতে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যেরদাবীতে ভূক্তভোগী মালিকদের মানববন্ধন
- Reporter Name
- Update Time : ০৫:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- ২১৩ Time View
Tag :