স্টাফ রিপোর্টারঃ সাংবাদিকতার বিশেষ অবদানের জন্য গাইবান্ধা জেলা শহর থেকে প্রথম প্রকাশিত দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুস সামাদ সরকার বাবুকে শেখ কামাল পদকে ভূষিত করা হয়েছে।
গত ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দিনব্যাপী সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০ টায় শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান, টেবিল টেনিস, ব্যাটমিন্টন ও গুণিজনদের পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ। স্বাগতম বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল, আব্দুল লতিফ হক্কানী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির ফুল মিয়া, দৈনিক ঘাঘট-এর সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু, নীলাদ্রি সরকার, বীর মুক্তিযোদ্ধা কাদের নেওয়াজ, বিশিষ্ট ক্রীড়াবিদ রেজাউল রহমান বাবলা,শাহ মোঃ নুরুল্লাহ জাহাঙ্গীর, অতিরিক্ত সাধারন সম্পাদক রকিবুল ইসলাম রিটন, ক্রীড়াবিদ ওয়াজিউর রহমান র্যাফেল, নির্বাহী সদস্য আবু হাসানাত বুলু, রকিবুল হক চৌধুরী, গোলাম মারুফ মনা, বেনজির আহম্মেদ, মাসুদুল হক মাসুদ প্রমুখ।
পরে সাংবাদিকতা, ক্রীড়া সংগঠন ও খেলা ধুলায় বিশেষ অবদানের জন্য ৭ জন গুণীব্যক্তিকে পদক প্রদান করা হয়।
এবার পদক পেলেন যারা, গাইবান্ধা থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু, সাবেক ফুটবলার কাদের নেওয়াজ, সাবেক ফুটবলার রেজাউল রহমান বাবলা, ক্রীড়া সংগঠক শাহ মোঃ নুরুল্লাহ জাহাঙ্গীর, ক্রিকেটার নাজমুস সালেহীন লাইফ, এ্যাথলেট নীলাদ্রি সরকার। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :