তিন শিশুকে ধর্ষণ চেষ্টা 


প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ / ২৭
তিন শিশুকে ধর্ষণ চেষ্টা 

মিঠাপুকুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বড়বালা ইউনিয়নে ৩ জন শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৪ সন্তানের এক জনকের বিরুদ্ধে। অভিযুক্ত জাবেদ আলী (৫৫) উপজেলার পশ্চিম বড়বালার জুম্মা পাড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত জাবেদ আলীর উঠোনে ৩ জন শিশু একসাথে খেলাধুলা করছিল। নির্যাতনের শিকার শিশুরা প্লে, নার্সারী ও ২য় শ্রেণির ছাত্রী। তাদেরকে সুযোগ বুঝে জাবেদ আলী কাঠাল খাওয়ার কথা বলে তার বাড়ির ভিতরে নিয়ে যায়। এরপর সুযোগ বুঝে ওই শিশুদের ঘরের ভিতরে নিয়ে গিয়ে দরজা-জানালা বন্ধ করে দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অপকর্ম করার চেষ্টা চালায়। হঠাৎ বৃষ্টি আসলে মেয়েদের খোঁজাখুজি করতে থাকে তাদের অভিভাবকরা। একপর্যায়ে গ্রামের লোকজন জাবেদ আলীর উঠোনে শিশুরা খেলধুলা করছিল জানতে পেরে সেখানে যায় এক শিশুর বাবা। 

তিনি গিয়ে দেখতে পান শিশুরা সেখানেও নেই এবং জাবেদ আলীর ঘরের দরজা জানালা বন্ধ। কিন্তু তার দরজার সামনে শিশুদের জুতা দেখতে পেয়ে ওই শিশুর বাবার সন্দেহ হলে তিনি দরজা খুলে ভিতরে ঢুকে জাবেদ আলী ও শিশুদের অপ্রিতিকর অবস্থায় দেখতে পান। এরপর একে একে গ্রামবাসীরা বিষয়টি জানাজানি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত জাবেদ আলীকে আটক করে নিয়ে আসে। 

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ‘সময়ের আলো’কে বলেন, পৃথক দুটি ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীর বান্ধবীকে ধর্ষণের ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। আসামি শাকিলকে জেলহাজতে পাঠানো হয়েছে। ৩ জন শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে গ্রফতার করা হয়েছে। শিশুদের তাদের অভিভাবকদের জিম্মায় দিয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।