জিইউকে ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ / ৮৮৫
জিইউকে ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি:

আগষ্ট ০৩,২০২৩ তারিখে গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ও ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেন্ট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট রিসার্চ (C3ER) এর মধ্যে একটি সমঝোতা  চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়, গবেষনা ও প্রকল্প বাস্তবায়ন বিষয়ে যৌথ কর্মকান্ড বাস্তবায়িত হবে।  

জিইউকে’র ঢাকা অফিসে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

C3ER পক্ষে প্রফেসর এ্যামিরিটাস এন্ড এ্যাডভাইজার ড. আইনুন নিশাত ও জিইউকে’র পক্ষে নির্বাহী প্রধান এম. আবদুস্‌ সালাম এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন । এসময় ব্র্যাক ইউনিভার্সিটির C3ER প্রকল্প ও জিইউকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে উপমন্ত্রী উপমন্ত্রী জনাব হাবিবুন নাহার এমপি ও  এ্যামিরিটাস এন্ড এ্যাডভাইজার প্রফেসর ড. আইনুন নিশাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিইউকের নির্বাহী প্রধান।