শুকরের আক্রমনে ৩জন আহত


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ / ১০৫
শুকরের আক্রমনে ৩জন আহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে জংলি শুকরের আক্রমণে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ১জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ঘটনাটি সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।ঘটনার পর স্থানীয় জনতা আত্মরক্ষার্থে শুকরটিকে পিটিয়ে মেরে ফেলেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে- খুব সম্ভবত স্থানীয় সমাই পাহাড় থেকে মহিষ আকৃতির একটি জংলি শুকর বস্তি এলাকায় নেমে আসে। এরপর থেকে ২/৩ দিন ধরে মন্ত্রীগাঁও, যোগীমুড়া ও পশ্চিম শিলুয়া এলাকায় শুকরটি অবস্থান করে জমিতে ধানের ব্যাপক ক্ষতি সাধন করে। সোমবার সন্ধ্যার আগে হঠাৎ করে আচমকা শুকরটি পশ্চিম শিলুয়া গ্রামে মানুষের উপর আক্রমণ চালায়।

শুকরের কামড়ে ও আছড়ে বাকই মিয়া (৭০), ইসহাক আলী (৬০) ও পারভেজ মিয়া (৩০) রক্তাক্ত আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বাকই মিয়া ও ইসহাক আলীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহতাবস্থায় পারভেজ মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান- পারভেজের শরীরের বিভিন্ন স্থানে শুকরটি কামড় ও নকের আছড় দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার নারী-শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে। ভয়ে লোকজন শিশুদের রক্ষার্থে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পরে লোকজন সংঘবদ্ধ হয়ে জংলি শুকরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন। এমন খবরে জনমনে স্বস্তি নেমে আসে।