ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের দায়ে ৮ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম মাদক সেবনের অপরাধে তাদেরকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, রেজাউল করিম (৫৪), বকুল সরকার (৮০), মেহেদুল ইসলাম (২৬), আতিয়ার রহমান (২৭), আমিরুল ইসলাম (৪৩), বাবু মিয়া (৪৫), তারাজুল ইসলাম (২৮), রাজু মিয়া (২৮)। এদের মধ্যে ৭ জন ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ও একজন ঘোড়াঘাট পৌর এলাকার বাসিন্দা।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, আমরা সোমবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করি। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক এ রায় দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে মাদক সেবীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :