ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাছের পোনা অবমুক্ত, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির সহযোগীতায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে সেখান থেকে একটি বন্যার্ঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ হল রুমে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ রিয়াজ মোর্শেদ রনজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, ঘোড়াঘাট সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ওযার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলান্ড গমেজ। আরো বক্তব্য রাখেন মৎস্য চাষী আবু সায়াদ চৌধুরী, সুমিত কুমার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মৎস্য চাষী সরকার মোহাম্মদ বিপ্লব।
আপনার মতামত লিখুন :