মহিমাগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২৭২জন মানুষের জীবন মান উন্নয়নে হাঁস-মুরগী ও ভেড়ার ঘরের উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।
উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: বেলাল হোসেন, ভেটেনারী সার্জন তানভিক জাহান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সুবিধাভোগী মারিয়া মুরমু সহ অন্যান্যরা।