গাইবান্ধায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত 


প্রকাশের সময় : জুন ১, ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ / ২৭২
গাইবান্ধায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত 

“টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে গাইবান্ধায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (১জুন) সকালে প্রথমে গাইবান্ধা ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি একটি র‌্যালি করা হয়। এর পরে প্রতিষ্ঠানটির মিলয়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অলিউর রহমান, সহকারি পুলিশ সুপার ইবনে মিজান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুদার রহমানসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা দুগ্ধ খামারিরা ও গাইবান্ধা ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি এর শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।