আরাফাতের কেন্দ্রে ২ ঘণ্টায় ১০ ভোট


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৩, ৩:০২ অপরাহ্ণ / ৬৪৮
আরাফাতের কেন্দ্রে ২ ঘণ্টায় ১০ ভোট

ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। 

তবে কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে মাত্র ১০টি। কেন্দ্রের কোনো কক্ষেই ভোটারদের লাইন দেখা যায়নি।

সোমবার সকাল ১০টায় ৬৫ নম্বর এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে প্রার্থীর সমর্থকদের সমাগম থাকলেও কেন্দ্রের ভেতরে নেই ভোটার উপস্থিতি। কেন্দ্রের একটি কক্ষের সামনে এক পুলিশ সদস্য তার ঊর্ধ্বতনকে বলতে শোনা যায়, ‘ভোটারের চেয়ে গণমাধ্যমকর্মীদের চাপ বেশি স্যার।’

কেন্দ্রের ১ ও ৩ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকে ভোটারদের অপেক্ষায় আছেন তারা। তাদের আশা, দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে। 

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ‘৩ নম্বর কক্ষে সকাল থেকে ভোট পড়েছে ৬টি। সকাল ৮টায় ভোট দিতে এসেছেন ২ জন।’ 

অন্যদিকে ১ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং অফিসার সেলিম মোল্লা সকাল ১০টার দিকে তার কক্ষের পরিস্থিতি জানিয়ে বলেন, ‘এখন পর্যন্ত কেউ ভোট দিতে আসে নাই।’