ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ৬:২২ অপরাহ্ণ / ১৬৩
ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।  

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ নূর-ই আজমীর ঝিলিক, মেডিকেল অফিসার ডাঃ প্রিয়াঙ্ক কুন্ডু, ডাঃ আহসান হাবীব, ডাঃ সা-আদ আস সামস সহ অন্যান্য চিকিৎসক ও ইপিআই কর্মীরা উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পেইনে উপজেলার ৯৭টি নিকটস্থ টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১২ হাজার ৯৫৩ জন  শিশুকে ১টি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়।