ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা


প্রকাশের সময় : মে ৩০, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ / ৫৭৬
ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে পূজা অর্চনা, কীর্তন, ভগবত গীতা পাঠ, গঙ্গা স্নান সহ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঋষিঘাট গঙ্গা স্নান বারুনী দশহরা মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ভোর থেকে গঙ্গা স্নানের মধ্য দিয়ে মেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত ২/১ দিন আগে থেকে মেলার প্রস্তুতির মধ্য দিয়ে মেলার পর দিন পর্যন্ত মেলাতে লোকসমাগম ও বেচাকেনা অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী গঙ্গা স্নানের মাধ্যমে পাপ মোচনের লক্ষে পাশ্ববর্তী ভারত সহ বাংলাদেশের বিভিন্ন জেলার হাজার হাজার নারী পুরুষের সমাগমের মধ্য দিয়ে মেলা অনুষ্ঠিত হয়।

মেলা কমিটির উপদেষ্টা ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, এখানে মনি ঋষিদের আগমনে ঋষিঘাট নামকরণ হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের পাপ মোচনের লক্ষ্যে যুগ যুগ ধরে এ গঙ্গা স্নান মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

ঋষিঘাট গঙ্গা স্নান বারুণী মেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রিপন চন্দ্র সরকার জানান, কমিটির স্বেচ্ছাসেবী দল, গ্রাম পুলিশ, ঘোড়াঘাট থানা পুলিশের মাধ্যমে বাড়তি নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে এ মেলা সম্পন্ন হয়েছে।