গাইবান্ধায় তিনটি নতুন একাডেমিক ভবনের উদ্বোধন


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ৯:১৫ অপরাহ্ণ / ১৯৩
গাইবান্ধায় তিনটি নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে গতকাল সোমবার গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা উ”চ বিদ্যালয়, হাট লক্ষ্মীপুর আবুল কাশেম দাখিল মাদ্রাসা ও লেঙ্গা বাজার বিএল উ”চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নতুন ভবনের করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, বালাআটা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন মন্ডল, হাট লক্ষ্মীপুর আবুল কাশেম দাখিল মাদ্রাসার সভাপতি মো. আফলাখ হোসেন, সুপার আব্দুর রাজ্জাক সরকার, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান প্রামানিক, লেঙ্গা বাজার বিএল উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, শাহ আলম, রেজাউন্নবী সরকার প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধনকালে হুইপ গিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত সাড়ে ১৪ বছরে গাইবান্ধা সদর আসনের নির্বাচনী এলাকায় নতুন একাডেমিক ভবন নির্মাণ, যোগাযোগের ক্ষেত্রে রাস্তা ও ব্রীজ নির্মাণ, কৃষি ক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ, প্রণোদনাসহ সকল সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। তিনি বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী দৃষ্টি ¯’াপন করেছেন। সেইসাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ তৈরী হয়েছে। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে একতলা বিশিষ্ট লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা উ”চ বিদ্যালয়ের ৮৫ লাখ, চারতলা বিশিষ্ট হাট লক্ষ্মীপুর আবুল কাশেম দাখিল মাদ্রাসার ২ কোটি ৮০ লাখ ও চারতলা বিশিষ্ট লেঙ্গা বাজার বিএল উ”চ বিদ্যালয়ের ২ কোটি ৮০ লাখ ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়।