স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়দের নিকট থেকে জানা যায়, গতকাল বুধবার বিকেলে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের কামারের ভিটার তিস্তা নদীর বালু চরে এক যুবকের লাশ স্থানীয়রা লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার পূর্বক মর্গে প্রেরণ করে। স্থানীয়দের অনেকে বলেন এই লাশের লোকটিকে এর আগে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে দেখেছি। পাশাপাশি অনেকে মনে করেন প্রচন্ড গরমের কারণে সে অসুস্থ্য হয়ে মারা যেতে পারে। এব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, এটা একটা পাগলের লাশ হতে পারে। কোন কারণে মারা গেছে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এর সাথে কথা হলে তিনি জানান, ইতোমধ্যে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রকৃত তথ্যের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শিরোনামঃ
সুন্দরগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- Reporter Name
- Update Time : ০৬:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- ১১০ Time View
Tag :