প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুরে গুলি,ম্যাগজিন ও একটি অত্যাধুকি পিস্তলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাইবান্ধার গোয়েন্দা পুলিশ। েেগ্রফতাকৃত ব্যক্তির নাম রজুরুল ইসলাম।
শনিবার সকালে পুলিশ লাইন চত্ত্বরে পুলিশ সুপার কামাল হোসেন জানায়, ছোট গয়েশপুর প্রধান পাড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম মাদক বিক্রির জন্য আবাদী জমির পাশে অপেক্ষা করছিলো। ২ জুন শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পৌছে তাকে মাদক সহ বিক্রেতা নজরুল ইসলামকে আটক করে । পরে তার শরীর থেকে গুলি,ম্যাগজিনসহ একটি অত্যঅধুনিক পিস্তল উদ্ধার করে ।
আপনার মতামত লিখুন :