লছড়ির বুড়াইল স্কুল এন্ড কলেজের 


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ৯:১০ অপরাহ্ণ / ১২৫
লছড়ির বুড়াইল স্কুল এন্ড কলেজের 

শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায়

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলছড়ি  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মজিবুল হক, প্রভাষক হাসিনা আক্তার, প্রভাষক আব্দুল মান্নান সরকার, প্রভাষক আব্দুস সালাম প্রমুখ।