রোকনুজ্জামান রুবেল মিঠাপুকুর (মিঠাপুকুর),রংপুর–
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চার বিশিষ্ট পদসহ আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের রংপুর জেলা শাখার দেওয়া এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলায় আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিক ও সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। এতে শাহ মোঃ রফিকুল ইসলাম তুহিনকে সভাপতি ও মোঃ শরিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহসভাপতি হয়েছেন মোঃ হারুনুর রশিদ কাজল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ মাইনুল ইসলাম শামীম।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, মিঠাপুকুর উপজেলার আংশিক কমিটিকে আগামী ৩১শে জুলাই ২০২৩ এর মধ্যে উপজেলা অন্তর্গত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সংগ্রহ সাপেক্ষে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা কমিটির পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :