প্যারাডাইস রিসোর্টে অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ৩জনকে আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ণ / ১৩৯
প্যারাডাইস রিসোর্টে অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ৩জনকে আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী ২জন পুরুষসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ ডিসেম্বর) রোববার দিনে উপজেলার সদর ইউনিয়নের প্যারাডাইস রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশের এ এসআই মোঃ আব্দুর রউফ জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় ও গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।’

রোববার দিনে দিনে হাউজিং এস্টেট এলাকার প্যারাডাইস রিসোর্টে অভিযান চালানো হয়। এ সময় ওই রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ১জন নারী ও ২জন পুরুষকে আটক করা হয়। অভিযানে রিসোর্ট থেকে যৌন উত্তেজক জিনিসপত্র ও বেশকিছু কনডম উদ্ধার করা হয়েছে।

তিনি জানান,আটকদের শ্রীমঙ্গল থানা হাজতে রাখা হয়েছে। আটকরা জহিরুল ইসলাম হবিগঞ্জ, আঁখি আক্তার বিরামচর, শাহেন্তাগন্জ ও মির ইব্রাহিম ঘিওর, মানিকগঞ্জ থেকে ওই রিসোর্টে এসেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।