পীরগঞ্জে আবারো আটক আরমান শেখ!
প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ /
৯৯
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: একাধিক মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী আরমান শেখকে (৩২) আবারো মাদক সহ গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে পৌর শহরের রঘুনাথপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরমান পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মৃত শেখ আহমদ আলীর ছেলে।পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপান সংবাদের পৌর শহরের রঘুনাথপুর পানুয়া পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী আরমানকে ৫৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৪৭০ টাকা সহ গ্রেপ্তার করা হয়।পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, আরমান একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও মাদক সহ একাধিক বার গ্রেপ্তার হয়। জামিনে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসা চালায় সে। আদালত থেকে তার নামে কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারী করা হয়। গ্রেপ্তারী পরোয়ানা তামিল করার জন্য তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছিল। কিন্তু অবস্থান বদল করে সে আইন শৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে পীরগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা করায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে মাদক সহ তাকে আবারো গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (১০-ডিসেম্বর) দুপুরে উপজেলা ভমিহীন সমম্বয় পরিষদের আয়াজনে ও কমিউনিটি ডেভলপমেন্ট এসােসিয়েশন (সিডিএ’র) সহযোগিতায় র্যালী,আলোচনা সভা, উপজেলা নির্বাঞী অফিসারের নিকট স্বারকলিপি পেশ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে উন্নয়ন সংস্থা সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাওসারুল আলম,উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক,সহ সভাপ্রধান রেফিকা বেগম, জনসংগঠন ঐক্য পরিষদের সভাপ্রধান গজেন্দ্র নাথ রায়, লোহাগাড়া ইউনিটের সভা প্রধান এনামুল হক সহ উপজেলার ৫টি ইউনিয়নের ভুমিহীন সমন্বয় পরিষদের নেতা ও সদস্যরা অংশ নেয়।
আপনার মতামত লিখুন :