নারীরপ্রতি সহিংসতা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৩, ৪:০৭ অপরাহ্ণ / ১৪৭
নারীরপ্রতি সহিংসতা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি:

বেসরকারি সংস্থা উন্নয়ন কেন্দ্র (GUK) কর্তৃক বাস্তবায়নাধীন GBV-SBCC প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের অংশ হিসেবে গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে নারীরপ্রতি সহিংসতা প্রতিরোধে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে পৃথক দুইটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

গত বুধবার স্কুল পর্যায়ে “পারিবারিক কাজ শুধুমাত্র  নারীরই কাজ” বিষয়ে আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ ও তুলশীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ‘’ নারীর নিশ্চুপ অবস্থানই নারীরপ্রতি সহিংসতার অন্যতম কারণ” বিষয়ে আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ ও গাইবান্ধা সরকারি কলেজ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় লেখক ও গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম মডারেটর, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, একুশে টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি আফরোজা লুনা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক অমিতাভ দাশ হিমন এবং বাচিকশিল্পী দেবাশীষ দাস দেবু দায়িত্ব পালন করেন। স্কুল পর্যায়ে বিপক্ষ দল আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ এবং কলেজ পর্যায়ে বিপক্ষ গাইবান্ধা সরকারি কলেজ বিজয়ী হয়।  দাতা সংস্থা UNFPA এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) প্রকল্পটি গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলায় বাস্তবায়ন করছে।