তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায়ের প্রতিবাদে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল সমাবেশ


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৩, ৯:২৭ অপরাহ্ণ / ৫২
তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায়ের প্রতিবাদে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল সমাবেশ

স্টাফ রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার  স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েসী রায়ের প্রতিবাদে গাইবান্ধা জেলা আইনজীবী ফোরামের উদ্যোগে গত রোববার দুপুরে জজ কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ পূর্ব একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে।

পরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাড. হানিফ বেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ স¤পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ  বাবু, অ্যাড. রফিকুল ইসলাম বুলু, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, অ্যাড. মিজানুর রহমান মিজান, অ্যাড. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. শাহনেওয়াজ খান, অ্যাড. আল-ইমরান হাবিবুল্লাহ খন্দকার, অ্যাড. খন্দকার আল আমিন প্রমুখ।