ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসীদের আর্থ-সামাজিক ও শিক্ষার উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলার মিশন মোড় এলাকায় ডাঃ বিশপ সেবাসটেন টুডুর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুসান্ত কুমার মাহাতো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, ঘোড়াঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু প্রমুখ।
সভায় আদিবাসীদের আর্থ-সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়ন সহ বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :