ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা উপকরণের উদ্বোধন


প্রকাশের সময় : জুন ১৫, ২০২৩, ৯:২৩ পূর্বাহ্ণ / ৫৬
ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা উপকরণের উদ্বোধন

ঘোড়াঘাটে (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে উত্তর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খেলনা উপকরণের  উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ জুন) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন খেলনা উপকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন খেলনা উপকরণ স্থাপন করা হয়।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ সুলতান কবির, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য, সাবেক সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।