মহিমাগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবলের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মহিমাগঞ্জ খোলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ চুড়ান্ত খেলায় বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক দর্শনীর বিনিময়ে খেলা উপভোগ করেন। তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ খেলায় বিপুল একাদশ, মহাস্থান এক শূন্য গোলে বিজয়ী হয়। সন্ধ্যায় মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ খোলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা কেএম জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক খন্দকার হামিদুল ইসলাম প্রমূখ। শেষে বিজয়ী দলের খোলেয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।