প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মধ্যপাড়া গ্রামে গতকাল শনিবার শাহাদত হোসেন (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। নিহত শাহাদত হোসেন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, শাহাদত হোসেনের বাবা আব্দুল জলিলকে জমি লিখে দেন তার দাদি। কিন্তু তার চাচাকে জমি লিখে না দেওয়ায় শনিবার সকালে চাচা ও চাচাতো ভাইদের সাথে বাকবিদন্ডা হয়। এরই একপর্যায়ে চাচা ও চাচাতো ভাই জাহিদুল ইসলাম, পলাশ মিয়া ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন শাহাদত হোসেনকে মারপিট করলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেয়েছি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন!
- Reporter Name
- Update Time : ১২:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- ১৩৬ Time View
Tag :