প্রতিনিধি, গাইবান্ধা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে পক্ষপাতিত্ব নেওয়ার অভিযোগে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইছহাক আলী, উপজেলা কৃষি অফিসার মো. সাদেকজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব ও ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার বেলাল হোসেনকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন। রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচনে দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাগণ নৌকার পক্ষে অংশ নিয়ে গোপনে বিভিন্নস্থানে গোপন বৈঠক এবং পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী। তিনি নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভিযুক্তদের দ্রুত প্রত্যাহারের দাবী জানান।
আপনার মতামত লিখুন :