কার্তিক চন্দ্র বর্মনঃ গাইবান্ধা জেলা শহরে চোরের উপদ্রোপ বেড়েছে। চোরের কারণে সাধারণ মানুষ তাদের বাড়িতে ছোটখাট জিনিসপত্র রাখতে পারছে না। মুর্হুতেই চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা ।
অভিযোগে জানা গেছে, গত ৫ আগস্ট ভি-এইড রোডস্থ শহিদ মঞ্জিলের পশ্চিম পার্শ্বে দিলীপ কুমার বর্মনের নির্মানাধীন ৩য় তলা বাড়ির একটি রুমের নতুন দরজা ভেঙ্গে ডিভিআর মেশিন, অনু, রাউডার, মনিটর, মটর পাম্প, টিউওবয়েল, সিসি ক্যামেরা, চার্জার ফ্যান এবং রাজমিস্ত্রির যাবতী জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে গত ৬ আগস্ট গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে বাড়ির গেটের সামনে রাতের আধারে ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত মল ত্যাগ করে এবং পলিথিনে প্যাকেট করে গেটে এবং ছাদে ঝুলিয়ে রাখে। এতে করে চারপাশে দুর্গন্ধসহ পরিবেশ দুষণ হচ্ছে।
উল্লেখ্য যে, গত ১ মাসের মধ্যে মাষ্টারপাড়া, বারিধারা, মুন্সিপাড়া, কালিবাড়ি পাড়া, মধ্যপাড়া, বাংলাবাজার ভি-এইড রোড়ের বসতবাড়ির বিদ্যুতের সার্ভিস তার রাতে আধারে কে বা কাহারা কেটে নিয়ে যাচ্ছছ। এতে করে বাড়ির মালিক বিব্রত কর হয়ে পড়ছে।
এছাড়াও একটি সংঘব্ধ চোরের দল দিনের বেলায় বাড়িতে ঢুকে কথাবার্তার মাধ্যমে সু-কৌশলে ঘরের দরজার সামনে, বারান্দায় বা আশেপাশে থাকা মোবাইল গোপনে চুরি করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :