প্রতিনিধি গাইবান্ধা
ব্যর্থ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন গাইবান্ধা শাখার উদ্যোগে শহরের কাচারী বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা সহ-সভাপতি আকরাম হোসেন খান, সাধারণ সম্পাদক আল আমিন, সদর উপজেলা সভাপতি আনোয়ারুল ইসলাম আরিফ, ছাত্র আন্দোলন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ প্রমুখ।
বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
আপনার মতামত লিখুন :