খরতাপে জনজীবন কাহিলএকটু প্রশান্তির আশ্রয় খুঁজছে মানুষ


প্রকাশের সময় : জুন ১, ২০২৩, ৪:৫৪ অপরাহ্ণ / ৯৭১
খরতাপে জনজীবন কাহিলএকটু প্রশান্তির আশ্রয় খুঁজছে মানুষ

আবু সায়েম মো. জান্নাতুন নূর:
খরতাপে কাহিল হয়ে পড়েছে গাইবান্ধার মানুষ। প্রকৃতির কোঁলে হন্যে হয়ে মানুষ একটুখানি প্রশান্তির আশ্রয় খুঁজে ফিরছে।
গাইবান্ধা অঞ্চলে গত কয়েকদিন থেকে তাপদাহ শুরু হলেও বুধবার থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সুর্যোদয়ের সাথে সাথেই তীব্র গরম শুরু হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথেই তা চরম আকার ধারণ করে। দুপুরের দিকে বাইরে বের হলে মনে হয় গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে রোদের তাপ ও তীব্র গরমের কারণে গ্রামে দিনমজুরদের কাজ বন্ধ যায়। শহরের রাস্তাঘাটে যানবাহন ও লোক চলাচল কমে যায়। তবে এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুলগামি শিশু শিক্ষার্থীরা।
এদিকে তীব্র খরতাপ ও গরমের কারণে পেটের পীড়াসহ বিভিন্ন রোগব্যাধির প্রাদুর্ভাব ঘটেছে। জেলার হাসপাতালগুলোতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের একটি সুত্রে জানা গেছে, গত দু’দিন যাবত পেটের পীড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তীব্র গরমে দিনে ও রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষ অবর্ণনীয় ভোগান্তির মুখে পড়েছেন।