Dhaka ১০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ৩৭৬ Time View

প্রেস বিজ্ঞপ্তি: দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা সংসদ দিনব্যাপী কর্মসূচি পালন করে। সকালে সংগঠনের জেলা কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন মশিউর রহমান , প্রমতোষ সাহা ও সাজ্জাদ চৌধুরী । পরে সদস্যরা সাংগঠনিক মতবিনিময় করে পরস্পরের মধ্যে।
সন্ধ্যায় গাইবান্ধা শহিদ মিনার চত্বরে ‘ যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ ‘ শীর্ষক অনুষ্ঠানের শুরুতে উদীচী সঙ্গীত পরিবেশিত হয়। পরে আলোচনায় অংশ নেন জেলা সংসদের উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, ব্রিগেডিয়ার (অব.)রকিবুর রহমান ডালেস , মেঘদূতের সোহেল রানা, জেলা সংসদ সভাপতি জহুরুল কাইয়ুম ও সহ সাধারণ সম্পাদক মুরাদজামান রব্বানী। দ্বিতীয় পর্বে সত্যেন সেন সঙ্গীত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়। তৃতীয় পর্বে যুদ্ধবিরোধী কবিতা আবৃত্তি করেন দেবাশীষ দাশ দেবু, গৌতমাশিস গুহ সরকার, শিরিন আকতার। গণসঙ্গীত পরিবেশন করেন চুনি ইসলাম, রণজিৎ সরকার, সোমা সেন, আনোয়ারুল ইসলাম, আরিফা আক্তার জাহান রিন্টি, অর্ণব, মানস, অনিক। নৃত্য পরিবেশন করেন এ্যাথিনা। শেষে সকল ধরনের বৈষম্য, অন্যায়,মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে মানবিক মূল্যবোধ বিকাশের প্রত্যয়ে বিভিন্ন কবিতার অংশ নিয়ে বৃন্দ আবৃত্তি করেন শিরিন আকতার, আফরোজা লুনা, মিতা হাসান, হামিদা বানু রিক্তা, অর্চ প্রসাদ, পরমা সেহানবীশ ও সুহানা রহমান আঁচল। অনুষ্ঠানে যন্ত্র বাদন করেন মাহমুদ সাগর মহব্বত, এস এম স্বাধীন ও মানিক বর্মন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি: দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা সংসদ দিনব্যাপী কর্মসূচি পালন করে। সকালে সংগঠনের জেলা কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন মশিউর রহমান , প্রমতোষ সাহা ও সাজ্জাদ চৌধুরী । পরে সদস্যরা সাংগঠনিক মতবিনিময় করে পরস্পরের মধ্যে।
সন্ধ্যায় গাইবান্ধা শহিদ মিনার চত্বরে ‘ যুদ্ধ নয় যুদ্ধ নয় তোল আওয়াজ ‘ শীর্ষক অনুষ্ঠানের শুরুতে উদীচী সঙ্গীত পরিবেশিত হয়। পরে আলোচনায় অংশ নেন জেলা সংসদের উপদেষ্টা ওয়াজিউর রহমান রাফেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, ব্রিগেডিয়ার (অব.)রকিবুর রহমান ডালেস , মেঘদূতের সোহেল রানা, জেলা সংসদ সভাপতি জহুরুল কাইয়ুম ও সহ সাধারণ সম্পাদক মুরাদজামান রব্বানী। দ্বিতীয় পর্বে সত্যেন সেন সঙ্গীত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়। তৃতীয় পর্বে যুদ্ধবিরোধী কবিতা আবৃত্তি করেন দেবাশীষ দাশ দেবু, গৌতমাশিস গুহ সরকার, শিরিন আকতার। গণসঙ্গীত পরিবেশন করেন চুনি ইসলাম, রণজিৎ সরকার, সোমা সেন, আনোয়ারুল ইসলাম, আরিফা আক্তার জাহান রিন্টি, অর্ণব, মানস, অনিক। নৃত্য পরিবেশন করেন এ্যাথিনা। শেষে সকল ধরনের বৈষম্য, অন্যায়,মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে মানবিক মূল্যবোধ বিকাশের প্রত্যয়ে বিভিন্ন কবিতার অংশ নিয়ে বৃন্দ আবৃত্তি করেন শিরিন আকতার, আফরোজা লুনা, মিতা হাসান, হামিদা বানু রিক্তা, অর্চ প্রসাদ, পরমা সেহানবীশ ও সুহানা রহমান আঁচল। অনুষ্ঠানে যন্ত্র বাদন করেন মাহমুদ সাগর মহব্বত, এস এম স্বাধীন ও মানিক বর্মন।