PROSPERITY” প্রকল্পের এডভোকেসী ফোরামের ত্রৈমাসিক সভা


প্রকাশের সময় : মে ২৮, ২০২৩, ৬:২৯ অপরাহ্ণ / ৪৮
PROSPERITY” প্রকল্পের এডভোকেসী ফোরামের ত্রৈমাসিক সভা

প্রেস বিজ্ঞপ্তি: ২৮ মে ২০২৩ প্রকল্পের গাইবান্ধা ফুলছড়ি উপজেলা অফিসে “PROSPERITY” প্রকল্পেরি উদাখালি, গজারিয়া ও ফজলুপুর ইউনিয়নের এডভোকেসী ফোরামের ১৫ জন সদস্য নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রকল্প টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

AWO International ও BMZ এর সহযোগিতায় প্রকল্পটি গাইবান্ধা ও ফুলছড়ি উপজেলার ৬ টি ইউনিয়নে বাস্তবায়িত করছে।